রাজশাহী জেলা জাতীয় পার্টির বর্তমান কমিটি বিলুপ্ত করে দ্রুত নতুন কমিটি ঘোষণার দাবি জানিয়েছেন তৃণমূলের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার দুপুরে রাজশাহী মহানগরীর লক্ষ্মীপুরে জেলা জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলন করে নেতাকর্মীরা এ দাবি জানান।
সংবাদ সম্মেলনে বলা হয়, রাজশাহী জেলা জাতীয় পার্টির বর্তমান যে কমিটি আছে তার কোনো কার্যক্রম চোখে পড়ে না। যার কারণে জাতীয় পার্টির সব ধরনের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। গত দুই বছরে জাতীয় পার্টি জেলায় ঝিমিয়ে পড়েছে।
সংবাদ সম্মেলনে তৃণমূল নেতাকর্মীরা দাবি জানান, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ ও মহাসচিব রুহুল আমিন হাওলাদার স্বাক্ষরিত এ চিঠিতে বর্তমান জেলা কমিটিকে ১৫ দিনের মধ্যে তলবি সভা করার নির্দেশ দেয়া হয়েছে। কিন্তু তা পার হয়ে গেলেও বর্তমান কমিটি কোনো সভা ডাকতে পারেনি।
শুধু তাই না, সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কেন্দ্র থেকে ছয় সদস্য বিশিষ্ট কমিটি করে দেয়া হয়। ওই কমিটি বিভিন্ন নির্দেশও দেন জেলা কমিটিকে। এরপরেও জেলার বর্তমান কমিটি সভা করতে ব্যর্থ হয়। এতে নেতাকর্মীদের মধ্যে হতাশা দেখা দিয়েছে।
শুধু তাই না, জেলা কমিটিকে উপজেলা কমিটির সঙ্গে বৈঠক করে এক মাসের মধ্যে ইউনিয়ন কমিটি গঠনের নির্দেশ দেয়া হয়। সেই কমিটিগুলো গঠন করে কেন্দ্রীয় দফতরে পাঠানোর নির্দেশ দেয়া হয়। অর্ধেক সময় পার হয়ে গেলেও এখনো কোনো কার্যক্রম শুরু করতে পারেনি।
তারা দাবি জানিয়েছেন, দলের চেয়ারম্যান ও মহাসচিবের নির্দেশ অমান্য করার জেলা কমিটি তাদের অযোগ্যতা প্রমাণ করেছে। তাদের ব্যর্থতার কারণেই জেলায় ঝিমিয়ে পড়েছে সব ধরনের কার্যক্রম।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, বর্তমান কমিটির আগে খন্দকার হাফিজুর রহমান ও শাহাবুদ্দিন বাচ্চুর নেতৃত্বে একটি কমিটি ছিলো। তারা দলকে যে শক্তিশালী অবস্থানে দাঁড় করিয়েছিলেন তার এক ভাগও বর্তমানে নেই।
জাতীয় পার্টিকে আগের অবস্থানে ফিরিয়ে আনতে অবিলম্বে বর্তমান কমিটিকে বিলুপ্ত ঘোষণা করে নতুন আহ্বায়ক কমিটি করার দাবি জানান নেতাকর্মীরা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা জাতীয় পার্টির সহসভাপতি নুরুল ইসলাম মাস্টার, জেলা দফতর সম্পাদক মাইনুল ইসলাম, পবা উপজেলার সভাপতি ফরমান আলী, নওহাটা পৌরসভার সাধারণ সম্পাদক ইয়াকুব আলী, মোহনপুর উপজেলার সভাপতি অধ্যাপক আমিনুল ইসলাম, বাঘা উপজেলার সভাপতি আতাহার আলী, তানোর উপজেলার সভাপতি শামসুদ্দিন ম-ল, গোদাগাড়ী উপজেলার সভাপতি এসএম বরজাহান আলী পিন্টু, চারঘাট উপজেলার সভাপতি এসএম রায়হান, সাধারণ সম্পাদক সেকেন্দার আলী, যুব সংহতির সভাপতি এনামুল হক মিঠু, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন, মোহনপুর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান বানেছা বেগম, মহিলা পাটির সদস্য সোহেলী খাতুন প্রমুখ।