স্বামীকে ছুরিকাঘাত করছে একজন, দেখে ফেলেছেন স্ত্রী। পরিমরি করে ছুটে এলেন তিনি। চেষ্টা করলেন প্রিয় মানুষটিকে বাঁচাতে। কিন্তু পারেননি। এরপর সর্বশক্তি দিয়ে জাপটে ধরলেন হামলাকারীকে। পালিয়ে যেতে ওই নারীকেও ছুরিকাঘাত করেন হামলাকারী। কিন্তু তার আগেই চলে আসে এলাকাবাসী। তারা আটক করে ওই হামলাকারীকে।
সকালে ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার কালিগাঁও গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, ওই গ্রামের সেতাব উদ্দিনের বাড়িতে ঢুকে হঠাৎ ছুরি নিয়ে তার ওপর হামলে পরে প্রতিবেশী জসিম উদ্দিন। তার চিৎকারে এগিয়ে আসেন সেতাবের স্ত্রী। এসে দেখেন স্বামীকে একের পর এক ছুরিকাহত করছেন জমিস উদ্দিন।
সঙ্গে সঙ্গে হামলাকারীকে জাপটে ধরে চিৎকার শুরু করেন সেতাবের স্ত্রী। তার চিৎকারে ছুটে আসেন বাড়ি ও আশেপাশের লোকেরা। তারা জসিম উদ্দিনকে ধরে ফেলেন। পরে পুলিশকে খবর দিলে তারা এসে নিয়ে যায় জসিমকে।
ততক্ষণে প্রাণ হারান সেতাবউদ্দিন। ময়নাতদন্তের জন্য তার মরদেহ ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম ঢাকাটাইমসকে জানান, পূর্ব শত্রুতার জেরে এই খুন হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন তিনি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত জসিম উদ্দিনের বিরুদ্ধে খুনের মামলার প্রস্তুতি চলছিল।