বাংলা সাহিত্যে চলিত গদ্য রীতির প্রবর্তনকারী ও বাংলা সাহিত্যের ইতিহাস সমৃদ্ধকারী লেখক প্রমথ চৌধুরীর পৈত্রিক ভিটা ছাড়তে অবৈধ দখলদারদের নোটিশ দিয়েছে প্রশাসন। পাবনার চাটমোহর উপজেলা ভূমি প্রশাসন বৃহস্পতিবার এ সংক্রান্ত নোটিশ দেয়।
চাটমোহরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান জানান, পাবনার জেলা প্রশাসক রেখা রানী বালো গত ২০ সেপ্টেম্বর সাহিত্যিক প্রমথ চৌধুরীর বেদখল হওয়া পৈত্রিক নিবাস পরিদর্শন করেন। পরে জেলা প্রশাসকের নির্দেশ মোতাবেক অবৈধ দখলদারদের ৭ দিনের সময় দিয়ে স্থাপনাসহ অন্যান্য জিনিষপত্র নিজেদের উদ্যোগে সরিয়ে নেওয়ার নির্দেশনা দেয়া হয়েছে। এসময়ের মধ্যে তারা স্থাপনা সড়িয়ে না নিলে আইনগতভাবে তাদের সেখান থেকে উচ্ছেদে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
উল্লেখ্য, ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত সাহিত্যিক প্রমথ চৌধুরীর হরিপুরের পৈত্রিক নিবাস দীর্ঘ দিন যাবত প্রায় ১৬ টি পরিবার অবৈধভাবে দখলে রেখেছে। তারা বিখ্যাত এ লেখকের স্মৃতিচিহ্নগুলো ধ্বংস করছে।
লেখকের স্মৃতি সংরক্ষণে ২০১৪ সালে চাটমোহরে প্রমথ চৌধুরী স্মৃতি সংরক্ষণ পরিষদ গঠন করে এলাকাবাসী। তারা দীর্ঘদিন যাবত এ বাড়িটি অবৈধ দখলমুক্ত করতে আন্দোলন সংগ্রাম চালিয়ে আসছেন।
লেখকের এ পৈত্রিক নিবাস অতি সত্ত্বর অবৈধ দখলমুক্ত করতে গত ০৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার পাবনার জেলা প্রশাসক রেখা রানী বালোর নিকট আবেদনপত্র দাখিল করেন প্রমথ চৌধুরী স্মৃতি সংরক্ষণ পরিষদের পক্ষে সভাপতি প্রভাষক ইকবাল কবীর ও সাধারণ সম্পাদক অ্যাড. আব্দুল মমিন সরকার। এর পরই সরেজমিনে প্রদর্শনে এসে দখলদারীত্ব ছাড়তে নির্দেশ দেন জেলা প্রশাসক।