প্রকাশ : ২৪ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০:১১আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০২:৩৩
পিরোজপুরে ১০ টাকা কেজিতে চাল বিতরণ শুরু
পিরোজপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’ স্লোগানকে সামনে রেখে পিরোজপুরে ইউনিয়ন পর্যায়ে হতদরিদ্রদের মাঝে ১০ টাকা কেজি হিসেবে চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার পিরোজপুর সদর উপজেলার ২নং কদমতলা ইউনিয়নে পিরোজপুর খাদ্য বিভাগের আয়োজনে এ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন জেলা প্রশাসক মো. খায়রুল আলম সেখ।
এসময় সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নেজারত ডেপুটি কালেক্টর মো. রাশেদুজ্জামান, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মনোতষ কুমার মজুমদার, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তরুন কুমার সিকদার, ২নং কদমতলা ইউনিয়নের চেয়ারম্যান মো. হানিফ খান, ইউনিয়ন আওয়ামলী লীগের সভাপতি নারায়ন চন্দ্র মন্ডলসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এ কদমতলা ইউনিয়নে ৮০৭ জনকে ১০ টাকা কেজি মূল্যে প্রতি মাসে ৩০ কেজি চাল বিতরণ করা হবে।