লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কের চরচামিতা বাজার এলাকায় ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং সাতজন আহত হয়েছেন। শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম গিয়াস উদ্দিন। তিনি নোয়াখালীর চরজব্বর থানার আলী আহমদের ছেলে। তিনি মাইক্রোবাসের চালক ছিলেন।
হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে মাইক্রোবাসে করে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয় গিয়াস উদ্দিন। মাইক্রোবাসটি লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কের চরচামিতা বাজার এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের চালক গিয়াস উদ্দিন মারা যায়। আহত হন মাইক্রোবাসের যাত্রীসহ সাতজন। তাদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে আবদুল মান্নান ও জুয়েলের অবস্থায় গুরুতর বলে সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন।