রাজশাহীর বাগমারায় সাজ্জাদ আলী নামে এক ব্যক্তিকে তার স্ত্রী বালিশচাপা দিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার রাতে উপজেলার রঘুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাজ্জাদ আলীর বাবার নাম মৃত আজাহার আলী।
এ ঘটনায় স্থানীয়রা নিহত ব্যক্তির স্ত্রী খুশি বেগমকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতের স্বজন ও স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, খুশি বেগমের বাবার বাড়ি জেলার মোহনপুর উপজেলার চাঁচিপাড়া গ্রামে। প্রায় আট বছর আগে সাজ্জাদ আলীর সঙ্গে তার বিয়ে হয়। তাদের ছয় বছরের একটি ছেলেও আছে। কিন্তু কিছুদিন থেকে খুশি বেগম পরকীয়ায় জড়িয়ে পড়েন।
সম্প্রতি গভীর রাতে মোবাইলে কথা বলা নিয়ে খুশির সঙ্গে বিবাদ লাগে সাজ্জাদের। এর জের ধরে খুশি তার বাবার বাড়ি চলে যান। ঈদে সাজ্জাদ তাকে ফের বাড়িতে নিয়ে যান। পরে শুক্রবার রাত ২টার দিকে সাজ্জাদ আলী মারা যান। এর আগে তিনি সুস্থ অবস্থায় ঘরে ঘুমাতে যান।
এ ঘটনার পর নিহত সাজ্জাদ আলীর মা গ্রামবাসীকে জানান, খুশি তার স্বামীকে বালিশচাপা দিয়ে হত্যা করে থাকতে পারেন। এ কারণে স্থানীয় লোকজন খুশি বেগমকে আটক করে রেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে তাকে থানায় নিয়ে আসে।
ওসি আরও জানান, শনিবার বেলা ১১টার দিকে নিহত সাজ্জাদ আলীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) মর্গে পাঠানো হয়েছে। ছেলের মৃত্যুর ঘটনায় তার মা থানায় হত্যা মামলা দায়ের করবেন।