বরিশালে বেআইনি ও অবৈধ কর্মকা-ের কারণে সাংসদ পঙ্কজনাথের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে মেহেন্দীগঞ্জ উপজেলা শাখা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ ও পাঠাগার।
শনিবার বেলা সাড়ে ১২টায় বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে এ সংবাদ সম্মেলন হয়। এসময় লিখিত বক্তব্যে সংগঠনের সভাপতি আনোয়ার হোসেন সাগর।
আনোয়ার হোসেন বলেন, বরিশাল ৪ আসনের সাংসদ পঙ্কজ নাথ বেআইনি ও অবৈধভাবে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ ও পাঠাগারের জমি ২০১৬ সালের আগস্টে দখল করে ইমারত নির্মাণের পাঁয়তারা করলে আমরা উপায়ন্ত না পেয়ে এমপিসহ ১২ জনকে বিবাদী করে মামলা করি।
আদালত নির্মাণকাজের উপর স্থিতি অবস্থা আদেশ দেন। একই সাথে তিনদিনের মধ্যে কারণদর্শানোর নির্দেশ দেন। কিন্তু পঙ্কজ নাথ আদালতের আদেশ ভঙ্গ করেন। এর বিপরীতে ভায়োলেশন মামলা দায়ের করি। আদালত ওই মোকদ্দমায় এমপি পঙ্কজ নাথসহ তিনজনের বিরুদ্ধে সমন জারি করে। এরপর থেকেই তিনি বিভিন্ন সময় বিভিন্ন মাধ্যমে আমাকে ও আমার পরিবারকে হত্যার হুমকি দেয়। একই সাথে নানাভাবে চাপ প্রয়োগ করে আমাকে এলাকা ছাড়তে বাধ্য করেন।
তিনি আরো অভিযোগ করেন, ২০১৬ সালে অনুষ্ঠিত মেহেন্দীগঞ্জ উপজেলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনিত নৌকা মার্কার প্রার্থীদের বিরুদ্ধে তিনি স্বতন্ত্র প্রার্থী দাঁড় করিয়ে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে স্বতন্ত্র প্রার্থীকে আওয়ামী লীগের বিরুদ্ধে জয় লাভ করান। বর্তমানে এমপি পঙ্কজ নাথ মেহেন্দীগঞ্জ এলাকায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে। গড়ে তুলেছে বেপরোয়া পেটোয়া বাহিনী। তাই সর্বসাধারণ ও শিশুর মেধা বিকাশের স্বার্থে মেহেন্দীগঞ্জ উপজেলার শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ ও পাঠাগার রক্ষার্থে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মেহেন্দীগঞ্জ উপজেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ ও পাঠাগারের সাধারণ সম্পাদক অনিক দাস, সদস্য জিয়াউল্লাহ্, পান্না বিশ্বাস প্রমুখ।