চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় দুই জেএমবি সদস্যকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। শনিবার দুপুরে স্পেশাল ট্রাইব্যুনাল আদালত-২ এর হাকিম অতিরিক্ত জেলা ও দায়রা জজ এই রায় দেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০০৯ সালের ১৪ জুন শিবগঞ্জ পুলিশ খড়গপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে মো. আব্দুল মোমিনকে গুলি ও জেহাদি বইসহ আটক করে। তার স্বীকারোক্তি অনুযায়ী ২০০৯ সালের ১৭ জুন ভোলাহাট থানার মুশরীভুজা সোনারপাড়ার গ্রামের রবিউল ইসলামকে তার শোয়ার ঘর থেকে একটি সুটারগান, ৩ রাউন্ড গুলি, ৪টি পাইপ ও গুলি তৈরির সরঞ্জামসহ আটক করা হয়। ওই দিন এ ঘটনায় ভোলাহাট থানায় অস্ত্র আইনে একটি মামলা করে পুলিশ।
সরকারি পক্ষে মামলা পরিচালনা করেন পিপি অ্যাডভোকেট যোব্দুল হক ও অতি. পিপি আঞ্জুমান আরা এবং আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোল্লা হাসান শরিফ।