বরিশালের বানারীপাড়ার দাসেরহাটের মসজিদ বাড়ি পয়েন্টের সন্ধ্যা নদীতে নৌযান ডুবির ঘটনায় পুলিশের পর এবার বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ মামলা করেছে।
শনিবার দুপুরে ঢাকার মেরিন আদালতে এ মামলাটি করা হয়েছে বলে জানান বরিশাল বিআইডব্লিউটিএর নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের উপ-পরিচালক মো. মোস্তাফিজুর রহমান।
তিনি বলেন, মামলায় ঐশী প্লাস নামে ওই নৌ-যানটির সার্ভে সনদ ও রেজিস্ট্রেশন না থাকা, সময়সূচির তালিকা না থাকা এবং সরকারের সকল নিময় অমান্য করার বিষয়টি উল্লেখ করা হয়েছে।
তিনি আরো জানান, মামলায় ঐশী প্লাসের মালিক ইউসুফ হাওলাদার ও চালক নয়ন মিয়াকে আসামি করা হয়েছে।
এদিকে শনিবার দুপুর পর্যন্ত মোট ২৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।