ইজারা মাশুল বাড়ানোর সিদ্ধান্ত বাতিল, তেল বিক্রিতে কমিশন ও ট্যাংক লরির ভাড়া বাড়ানোসহ ১২ দফা দাবিতে সারা দেশে পেট্রল পাম্পে অনির্দিষ্টকালের জন্যে ধর্মঘটের হুঁশিয়ারি দেয়া হয়েছে।
দুপুরে সিলেটে এক মত বিনিময় সভায় পেট্রলপাম্প ও ট্যাংক লরি মালিক-শ্রমিক ঐক্য পরিষদের কেন্দ্রীয় নেতারা এই হুঁশিয়ারি দেন। এতে সিলেট বিভাগের পেট্রল পাম্প ও ট্যাংক লরি মালিক-শ্রমিকরা উপস্থিত ছিলেন।
এই দাবিতে খুলনায় গত মাসে ধর্মঘট পালন করে। এরপর প্রশাসন দাবি মেনে নেয়ার আশ্বাস দিলে কর্মসূচি থেকে সরে আসেন মালিক-শ্রমিকরা। তাদের অভিযোগ, কথা দিয়েও সরকার দাবি পূরণে কোনো উদ্যোগ নেয়নি। এ কারণে আবারও আন্দোলনে যাওয়া ছাড়া কোনো গত্যন্তর নেই তাদের।
সংগঠনের নেতারা বলেন, তাদের দাবি-দাওয়ার বিষয়ে আলোচনার জন্য তারা জ্বালানি মন্ত্রণালয়ে ১১টি চিঠি দিয়েছেন; কিন্তু কোন সাড়া মেলেনি। জ্বালানি প্রতিমন্ত্রী তাদের সঙ্গে আলোচনায় বসলেও তাদের পুরো বক্তব্য না শুনে অসৌজন্যমূলক আচরণ করেন।
সংগঠনের নেতারা বলেন, দেশজুড়ে নাশকতার সময় তারা জীবনের ঝুঁকি নিয়ে দেশের প্রত্যন্ত অঞ্চলে যথা সময়ে জ্বালানি তেল পৌঁছে দিয়েছেন; কিন্তু তাদের সেই ভূমিকার কোন মূল্যায়ন হচ্ছে না।
বরিশাল ও কুমিল্লায় মত বিনিময়সভা শেষে আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলে মত বিনিময় সভায় জানানো হয়।
পেট্রোলপাম্প ও ট্যাংক লরি মালিক-শ্রমিক ঐক্য পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক মোহাম্মদ নাজমুল হক ও সদস্য সচিব আকতার হোসেনসহ অন্যান্য নেতা মত বিনিময় সভায় বক্তব্য রাখেন।