ফেনী শহরের ইসলামপুর রোড থেকে বিপুল অস্ত্রসহ আমজাদ হোসেন সুমন ওরফে কুল সুমন নামের এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। শনিবার বিকালে অভিযানকালে দুটি রাইফেল ও দুটি বন্ধুকসহ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিকাল ৪টার দিকে ইসলামপুর রোডের মোমিন মিয়ার বিল্ডিংয়ের তৃতীয় তলায় হানা দেয় গোয়েন্দা পুলিশ। এসময় ১, ২ ও ৩নং কক্ষে অভিযান চালিয়ে আমজাদ হোসেন সুমনকে অস্ত্র, বিপুল পরিমাণ গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ তাকে গ্রেপ্তার করে। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে দুটি রাইফেল, দুটি বন্দুক, পাঁচটি ম্যাগজিন, বিভিন্ন পিস্তলের ১০২ রাউন্ড গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জাম। তাকে গ্রেপ্তারের সময় ধস্তাধস্তিতে গোয়েন্দা পুলিশের ওসি মো. আবুল কালাম আজাদ, এস আই শাখাওয়াত হোসেন ও এক কনস্টেবল আহত হন।
গ্রেপ্তারকৃত সুমন শহরের গোডাউন কোয়ার্টার এলাকার মীর হোসেনের ছেলে। তার বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি ও পুলিশের কর্তব্যকাজে বাধাসহ ফেনী মডেল থানায় ১০-১২টি মামলা রয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় ফেনী মডেল থানায় মামলা দায়ের করা হয়।
ফেনীর পুলিশ সুপার মো. রেজাউল হক বলেছেন, যারা ফেনী ও আশপাশের এলাকায় অস্ত্র সরবরাহ, বিক্রি ও তৈরি করে তাদের অন্যতম হলেন সুমন। পর্যায়ক্রমে অন্যদেরও আইনের আওতায় আনা হবে।