নাটোরের সিংড়ার বড়গ্রামের সাবেক ইউপি সদস্য মোজাফ্ফর হোসেন ও তার ভাই হাসেম আলী হত্যা মামলায় তিনজনকে আটক করেছে র্যাব-৫। রবিবার ভোরে উপজেলার বালুয়া বাসুয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার বড়গ্রাম এলাকার জায়েদ আলীর ছেলে শাহাদাত হোসেন, আব্দুল আজিজের ছেলে রুহুল আমীন ও বগুড়ার শাহাজানপুরের আকবর আলীর ছেলে আব্দুল মোতালেব ওরফে ভাগ্নে শামীম।
র্যাব-৫ এর সিপিসি ২ এর এএসপি মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বালুয়া বাসুয়া এলাকায় অভিযান চালায় র্যাব-৫ এর একটি দল। এ সময় নসিমনে চড়ে সিংড়া বাজার যাওয়ার সময় তাদের গ্রেপ্তার করা হয়। রবিবার দুপুরে র্যাব-৫ এর নাটোর কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তাদের গ্রেপ্তারের বিষয়টি অবহিত করা হয়।
গত ৪ আগস্ট রাতে সিংড়ায় ইউপি সদস্য মোজাফ্ফর হোসেন মোজাইকে কুপিয়ে হত্যা করা হয়। এসময় তার ভাই হাসেম আলীর পা কেটে ফেলা হয়। এবং অপর ভাই মহসিন আলীকেও কোপানো হয়। পরে হাসাতালে নেয়ার পথে হাসেমের মৃত্যু হয়। হতাহতরা বড়গ্রামের আব্দুস সোবহানের ছেলে।
ঘটনার পরদিন মোজাইয়ের স্ত্রী রাবেয়া বেগম বাদী হয়ে বর্তমান ইউপি সদস্য ইউনুস আলীসহ ১৯ আসামির নাম উল্লে¬খসহ আরও ১৫/২০জনকে অজ্ঞাত আসামি করে সিংড়া থানায় একটি মামলা করেন। ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য চার নারীকে আটক করেছিল পুলিশ।