আধিপত্য বিস্তার ও সদ্য শেষ হওয়া ইউপি নির্বাচনকে কেন্দ্র করে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাঁদপুর ইউনিয়নের কুশলাবাসা গ্রামে আওয়ামী লীগের দুপক্ষে সংঘর্ষে আটজন আহত হয়েছেন। সংঘর্ষের পর সন্দেহজনক ১০ জনকে আটক করেছে পুলিশ।
রবিবার বেলা ১১টা থেকে বিকাল তিনটা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। সংঘর্ষে গুরুতর আহতরা হলেন, কুশলীবাসা গ্রামের শুক্রুর আলী মোল্লা, আলম মোল্লা ও সামছুদ্দিন ছেলে মুজাম। তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানায়, সদ্য শেষ হওয়া ইউপি নির্বাচনে চাঁদপুর ইউনিয়ন থেকে নজরুল ইসলাম আওয়ামী লীগের মনোনয়ন পেলেন বিজয়ী হন একই দলের বিদ্রোহী প্রার্থী তুষার। এ নিয়ে বর্তমান ও সাবেক দুই চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। দুই চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে মাঝে মাঝে সংঘর্ষও হয়।
রবিবার কুলশীবাসা মাধ্যমিক বিদ্যালয়ের পাশে চড়াট বসানো নিয়ে দুপক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। চার ঘণ্টা ধরে চলা সংঘর্ষে উভয়পক্ষের আটজন আহত হয়। সাবেক চেয়ারম্যান নজরুল ইসলামের সমর্থকদের মধ্যে শেখের গ্রুপের শওকত, আদম, সাজু ও ওহিদ খান এবং বর্তমান চেয়ারম্যান তুষারের সমর্থক মোল্লাপাড়া ও ছাগলাপাড়ার গ্রুপের সিরাজ মন্ডল সংঘর্ষের নেতৃত্ব দেন।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউর রহমান জানান, সংঘর্ষে জড়িত সন্দেহে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। নতুন করে সংঘর্ষ এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।