বান্দরবানের রেইচা এলাকায় কাঠ বোঝাই ট্রাক খাদে পড়ে গেছে। এতে চালকসহ দুইজন নিহত হয়েছে।
রবিবার বিকাল ৩টায় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বান্দরবান থেকে জোত পারমিটের একটি কাঠ বোঝাই ট্রাক (চট্টমেট্রো ট- ১০৯৪) রেইচা নামক এলাকায় আসলে গাড়িটি ব্রেক ফেল করে। পাহাড়ি ঢালু রাস্তায় চালকের শত চেষ্টার পরও নিয়ন্ত্রণে রাখতে না পেরে গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে কাঠের চালানদার মো. শামসুল আলম মারা যান এবং বান্দরবান সদর হাসপাতালে নিয়ে আসার পর চালক মো. ইউসুফ মারা যান।
স্থানীয়রা জানান, ট্রাকে অতিরিক্ত কাঠ বোঝাই করা হয়েছিল। ফলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুটি ভেঙে গভীর খাদে পড়ে যায়। গাড়ির হেলপার আগে থেকে লাফিয়ে নেমে যাওয়ায় তিনি প্রাণে বেঁচে যান।
বিষয়টি নিশ্চিত করে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিক উল্লাহ জানান, ‘দুপুরে কাঠবোঝাই ট্রাক ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার পর রেইচা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটে। এতে চালকসহ ২জনের মৃত্যু হয়।’