প্রকাশ : ২৫ সেপ্টেম্বর, ২০১৬ ১৮:১৫:২০আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০১৬ ২১:১৬:১২
কবি নাজমুল হক নজীরের ৬১তম জন্মজয়ন্তী
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
‘আয় কে যাবি আয়রে তোরা আয়/আমার সাথে সবুজ শ্যামল গাঁয়/পাখির গানে ঘুম ভাঙ্গাবো/গলায় তোর মালা পরাবো/পথ দেখাবো পূব দখিণা বায়/দূর্বা ঘাসে পথ চলাবো নবান্নতে অন্ন দেবো ঘুম পাড়াবো ছই বাঁধানো নায়...।’ অস্তিত্বের শেকড়ে ফেরার এমন আহবান যিনি কবিতার পংক্তির মাধ্যমে আমাদের জানিয়েছেন তিনি হলেন কবি নাজমুল হক নজীর।
শুক্রবার ২৫ সেপ্টেম্বর কবি নাজমুল হক নজীরের জন্মজয়ন্তী। তিনি আজকের এই দিনে ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার শিয়ালদী গ্রামে জন্মগ্রহণ করেন।
দশক গননায় সত্তর দশকের হলেও নাজমুল হক নজীর বাংলার একজন মৌলিক কবি। তার কবিতার সহজ প্রকাশভঙ্গি ও গভীর জীবনবোধ পাঠককে সহজেই আকৃষ্ট করে।
কবি’র শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ ‘নোনা জলের বাসিন্দা’। এছাড়া ‘স্বৈরিণী স্বদেশ’, ‘কালো জোৎনার এক চুমুক’, ‘কার কাছে বলে যাই’ ইত্যাদি।
কবির এ পর্যন্ত ৮টি কাব্যগ্রন্থ, ৩টি ছড়া, ১টি ইতিহাস গ্রন্থ, ১টি সম্পাদিত গ্রন্থ, নির্বাচিত কবিতা ও কবিতাসমগ্র প্রকাশিত হয়েছে।
কবির জীবদশায় শ্রেষ্ঠ সম্মাননা- কবি শামসুর রাহমান স্মৃতি পুরস্কার, কবি খান মুহাম্মদ মঈনউদ্দিন সাহিত্য পুরস্কার, কবি গোবিন্দ চন্দ্র দাস স্মৃতি পদক, শ্রী হরিদর্শন পুরস্কার ও ভারত থেকে রাহিলা সাহিত্য পুরস্কার উল্লেখযোগ্য।
“স্লোগানের কবি” খ্যাত নাজমুল হক নজীর ২০১৫ সালের ২৩ নভেম্বর পাড়ি জমান না ফেরার দেশে। কবির ৬১তম জন্মজয়ন্তীতে আমাদের শ্রদ্ধা।