সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হককে দেখতে মঙ্গলবার দুপুরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে যায় ক্ষমতাসীন আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল। দলের সভাপতিমণ্ডলীর সদস্য ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্বে প্রতিনিধি দলে আরও ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, কেন্দ্রীয় সদস্য ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম, কেন্দ্রীয় সদস্য এস এম কামাল হোসেন প্রমুখ।
প্রতিনিধি দলের সদস্যরা সৈয়দ শামসুল হকের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন। তাঁর শয্যাপাশে বেশ কিছুক্ষণ সময় কাটান। এ সময় কবির সহধর্মিণী আনোয়ারা হকের সঙ্গে কথা বলেন নেতারা।
বিশিষ্ট নাট্যকার রামেন্দু মজুমদার ও কবি তারিক সুজা এ সময় উপস্থিত ছিলেন। প্রতিনিধি দলের সদস্যরা হাসপাতালটির পরিচালক ও চিকিৎসকদের সঙ্গেও কথা বলেন।
চিকিৎসাধীন লেখক সৈয়দ শামসুল হকের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সোমবার দুপুর ১২টায় তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে তিনি স্বাভাবিকভাবেই শ্বাস-প্রশ্বাস গ্রহণ করছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। হাড় ও যকৃতসহ লেখকের শরীরের বিভিন্ন স্থানে ক্যানসার ছড়িয়ে পড়েছে।
লন্ডনরে রয়াল মার্সডনে হাসপাতালে চার মাস চিকিৎসার পর গত ২ সেপ্টেম্বর সৈয়দ শামসুল হক দেশে ফেরেন। এর আগে গত ১৫ এপ্রিল ফুসফুসের সদস্যা নিয়ে তিনি লন্ডনে যান এবং সেখানে পরীক্ষায় তার ক্যানসার ধরা পড়ে। সেখানে তাকে কেমোথেরাপি ও রেডিওথেরাপি দেয়া হয়। চিকিৎসায় উন্নতি না হাওয়ায় লন্ডনের চিকিৎসকরা শামসুল হককে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানোর পরামর্শ দিলে লেখক দেশে ফিরে আসেন।