পাওনা টাকা দিচ্ছেন না অভিযোগ এনে কুমিল্লার বুড়িচংয়ে সৌদি প্রবাসী আবদুল করিমের বাড়িতে হামলা করেছে একদল লোক। ঠেকাতে গেলে তার উপরও হামলা হয়। এক পর্যায়ে মারা যান করিম। পুলিশের দাবি, তার মৃত্যু হয়েছে হৃদরোগে।
বিদেশে লোক পাঠানোর পাওনা টাকা নিয়ে বিরোধের জের ধরে রবিবার রাতে উপজেলার রাজাপুর ইউনিয়নের পাচোড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ছয় জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুড়িচং উপজেলার পাচোড়া গ্রামের মৃত বজলুর রহমানের ছেলে সৌদি প্রবাসী আবদুল করিমকে একই গ্রামের রুসমত আলীর ছেলে বেলায়েত হোসেন তার এক আত্মীয়কে সৌদির ভিসা দেয়ার জন্য পাঁচ লাখ টাকা দেন। কিন্তু সময় মতো ভিসা দিতে না পারায় এ নিয়ে তাদের মধ্যে বিরোধ চলে আসছিল। টাকা ফেরৎ দেয়া নিয়ে এলাকায় একাধিক সালিশ-দরবারও হয়।
নিহত আবদুল করিমের ভাই শরিফুল ইসলামের অভিযোগ, রাতে ৩০ থেকে ৪০ জন লোক লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে তাদের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর লুটপাট চালায়। এ সময় বাধা দেয়ায় প্রবাসী করিমের উপরও হামলা চালানো হয়। ওই হামলায় নারীসহ আরও ছয় জন আহত হয়। এদের মধ্যে প্রবাসী করিমকে আশংকাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর রাত সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার বড়ুয়া ঢাকাটাইমসকে জানান, ‘বিদেশের টাকা নিয়ে হাতাহাতির ঘটনা ঘটেছে বলে শুনেছি। এতে আবদুল করিম হৃদরোগে আক্রান্ত হন। পরে হাসপতালে তার মৃত্যু হয়। পুলিশ ওই গ্রাম থেকে বিল্লাল, আবু তাহের, গাজী মনির হোসেনসহ ছয় জনকে আটক করেছে।’