অবৈধভাবে ভারত থেকে দেশে ফেরার সময় ১৭ বাংলাদেশি নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। তবে এসময় কোনো পাচারকারী আটক যায়নি।
রবিবার বিকাল ও সন্ধ্যায় বেনাপোলের দৌলতপুর সীমান্ত থেকে তাদের আটক করা হয়।
আটককৃতদের মধ্যে ১২ জন পুরুষ ও ৫ জন নারী রয়েছে। এদের বাড়ি খুলনা, বরিশাল ও নড়াইল জেলার বিভিন্ন এলাকায়।
২১ বিজিবি ব্যাটালিয়নের দৌলতপুর ক্যাম্পের নায়েব সুবেদার জাহাঙ্গীর হোসেন জানান, ভারতে অবৈধ বসবাসকারী বেশ কিছু নারী-পুরুষ অবৈধভাবে সীমান্ত পার হয়ে বেশ কিছু নারী পুরুষ দৌলতপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করছে- এ খবরে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ১৭ জন নারী পুরুষকে আট করেন। তাদের সঙ্গে থাকা দালাল চক্রের লোকেরা পালিয়ে যায় কৌশলে। আটককৃতদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে মামলা হয়েছে বেনাপোল পোর্ট থানায়।