কুষ্টিয়ার ঝাউদিয়ায় আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে দুইজন নিহত হওয়ার ঘটনায় ১০৯ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে ৭৯ জনকে নামধারী ও ৩০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। রবিবার সন্ধ্যায় নিহত ইমান আলীর ভাই কামরুল ইসলাম বাদী হয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় এ মামলা দায়ের করেছেন।
মামলায় প্রধান আসামি করা হয়েছে সদ্য সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি বখতিয়ার হোসেনকে। এদিকে বখতিয়ারকে পুলিশ আটক করেছে বলে একটি সূত্র জানিয়েছে|
বখতিয়ারের একজন স্বজন জানিয়েছে, পুলিশ তাকে শহরের একটি বাসা থেকে শনিবার দিবাগত রাতে আটক করেছে। তার মোবাইল ফোন বন্ধ রয়েছে। তবে পুলিশের কোনো সূত্র তা নিশ্চিত করেনি।
ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসি শফিকুল ইসলাম জানান, রবিবার সন্ধ্যায় ইমান আলী ও শাহাবুদ্দিন হত্যাকা-ের ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। মামলায় ৭৯ জনের নাম উল্লেখসহ মোট ১০৯ জনকে আসামি করা হয়েছে। পুলিশ বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে ৬ জনকে আটক করেছে। তাদেরকে মামলায় গেপ্তার দেখানো হয়েছে।
উল্লেখ্য, শনিবার সকালে আধিপত্য বিস্তার কেন্দ্র করে কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়া ইউনিয়নের মাছপাড়া গ্রামে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য কেরামত আলী এবং সাবেক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বখতিয়ার হোসেন পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় দেশীয় অস্ত্র ও গোলাগুলির ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হয়ে ও ধারালো অস্ত্রের আঘাতে ইমান আলী ও শাহাবুদ্দিন নামে দুজন নিহত হন। আহত হন অন্তত ১৫ জন।