সুন্দরবনে র্যাব-দস্যু গোলাগুলি, অপহৃত ৬ জেলে উদ্ধার
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর, ২০১৬ ১৪:২৬:১৬
সুন্দরবনে র্যাব-দস্যু গোলাগুলি, অপহৃত ৬ জেলে উদ্ধার
ব্যুরো প্রধান, ঢাকাটাইমস
২৫ ঘণ্টা অভিযান এবং বন্দুকযুদ্ধের পর সুন্দরবনের বনদস্যু সাগর বাহিনীর এক সদস্যকে অস্ত্রসহ গ্রেপ্তার এবং ছয় জিম্মি জেলেকে উদ্ধার করেছে র্যাব।
গ্রেপ্তার হওয়া শাজাহান মোল্লা দাকোপ উপজেলার কালাবগি এলাকার মৃত কাউসার মোল্লার ছেলে।
বন্দুকযুদ্ধের পর বনদস্যুদের কাছ থেকে একটি পয়েন্ট ২২ বোর বাট কাটা রাইফেল, ১টি গাদা বন্দুক, ১টি শাটার গান, ১টি রামদা, ২৪ রাউন্ড শটগানের গুলি, এমটি কার্টিজ ৪টি, জেলেদের ২টি নৌকা এবং অপহৃত ৬ জেলেকে উদ্ধার করা হয়েছে।
র্যাব-৬ এর অধিনায় খন্দকার রফিকুল ইসলাম সোমবার দুপুরে এক প্রেস বিফ্রিংয়ে এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার খুলনা রেঞ্জ এলাকার মারকি খাল, মাঝাফুটো, কালাবগি এবং তৎসংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় কালাবগি টহল ফাঁড়ি এলাকার ভদ্রা নদী সংলগ্ন মনসা খালের মুখে মনসা খালের ছোট শাখার মোহনায় দক্ষিণ পশ্চিম পাড়ে বনদস্যুদের সঙ্গে র্যাবের বন্দুকযুদ্ধ হয়। সেখানে চার বনদস্যু ৬ জিম্মি জেলেকে নিয়ে মুক্তিপণের জন্য অপেক্ষা করছিল। র্যাবের উপস্থিতি টের পেয়ে বনদস্যুরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র্যাবও পাল্টা গুলি চালায়।
এক পর্যায়ে বনদস্যুরা জেলেদেরকে তাদেরই নৌকায় রেখে দ্রুত বোট চালিয়ে পালিয়ে যায়। এসময় বনদস্যু শাহজাহান মোল্লাকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়।