গেল সপ্তাহে ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের উরি সেনাঘাঁটিতে জঙ্গি হামলার ঘটনায় আন্তর্জাতিক তদন্ত দাবি করেছে পাকিস্তান। দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজ এই দাবি করেছেন।
রেডিও পাকিস্তানের বরাত দিয়ে এ সংবাদ প্রকাশ করেছে ডন নিউজ।
বিবিসি উর্দুকে দেয়া এক সাক্ষাৎকারে আজিজ অভিযোগ করেন, ভারতে কোনো হামলার ঘটনা ঘটলেই সেই ঘটনার কোনো তদন্ত না করেই তারা পাকিস্তানকে দোষারোপ করে। কাজেই উরি হামলার প্রকৃত তথ্য উদঘাটন করতে একটি স্বাধীন আন্তর্জাতিক কমিশন গঠন করা উচিত।
পাকিস্তানের বিরুদ্ধে ভারতের এমন ‘ভিত্তিহীন অভিযোগ’-এর ঘটনা এই প্রথম নয় বলেও উল্লেখ করেন নওয়াজ শরিফের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা।
আজিজের দাবি, ‘এই ধরনের হামলা কাশ্মীর কিংবা পাকিস্তান কারোর জন্য মঙ্গলজনক নয়। কাশ্মীরে ভারতীয় বাহিনীর নৃশংসতা এবং মানবাধিকার লঙ্ঘনের দিকে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি অন্যদিকে সরানোর জন্য এই হামলার ঘটনা ঘটানো হয়েছে।’
গত ১৮ সেপ্টেম্বর কাশ্মিরের উরি সেনাঘাঁটিতে জঙ্গি হামলায় ১৮ জন ভারতীয় সেনা সদস্য নিহত হয়। এই হামলার ঘটনার পর থেকেই ভারত পাকিস্তানকে দোষারোপ করে আসছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, যুদ্ধ নয়, কূটনৈতিকভাবে এই হামলার জবাব দেবেন তারা। পুরো বিশ্ব থেকে পাকিস্তানকে বিচ্ছিন্ন করার জন্য কাজ করছে ভারত। অন্যদিকে, হামলার শুরু থেকে পাকিস্তানের তরফ থেকে দাবি করা হচ্ছে, উরি হামলার সঙ্গে পাকিস্তান জড়িত নয়। জাতিসংঘের ৭১তম সাধারণ অধিবেশনের বক্তৃতায় পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ একই দাবি করেছেন।