কারনেট ডি প্যাসেজ সুবিধার আওতায় সিলেট ও মৌলভীবাজারে আনা তিনটি বিলাসবহুল গাড়ি জব্দ করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।
সোমবার দুপুরে সিলেট নগরীর বড় বাজারে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অধিদপ্তরের মহাপরিচালক মঈনুল খান। আটক গাড়ি তিনটির দাম আনুমানিক আট কোটি টাকা বলে জানিয়েছে তিনি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ২ সেপ্টেম্বর মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে দুই হাজার ৯৭২ সিসির মিটসুবিশি ও একই জেলার পাতন গ্রাম থেকে গত ৫ সেপ্টেম্বর নিশান-৩০০ জেড এক্স এবং গত ২২ সেপ্টেম্বর সিলেট নগরীর লন্ডনী রোড এলাকা থেকে জাগুয়ার ব্যান্ডের এস টাইপের আরো একটি গাড়ি আটক করা হয়। তবে গাড়ির মালিকদের আটক করা সম্ভব হয়নি। সোমবার গাড়িগুলো শুল্ক গোয়েন্দা বিভাগ জব্দ করেছে।
মঈনুল হক বলেন, এ গাড়ি তিনটি শুল্ক ফাঁকি দিয়ে কারনেট সুবিধায় দেশে আনা হয়। পরে এগুলো আর ফিরিয়ে নেয়া হয়নি। ভূয়া কাগজপত্র দাখিল করে বিআরটিএ থেকে এই গািড়গুলো নিবন্ধন করে নেয়া হয়েছে। তিনি বলেন, ‘গাড়ির মালিকরা চাইলে শুল্ক পরিশোধ করে গাড়িগুলো নিয়ে যেতে পারবেন। না করলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।’
মইনুল খান বলেন যে, মিথ্যা ঘোষণায় আনা এবং কারনেট সুবিধার অপব্যবহারের মাধ্যমে আনা গাড়ি আটকের জন্যে সারা দেশে অভিযান চালাচ্ছে। এ পর্যন্ত সিলেট অঞ্চলে মোট সাতটি গাড়ি আটক করা হয়েছে।
ঢাকাটাইমস/২৬সেপ্টেম্বর/ডব্লিউবি