চাঁদপুরের জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল বলেছেন, ‘মা ইলিশ রক্ষায় আমরা অনেক বেশি কঠোর অবস্থানে থাকবো। অভয়াশ্রম চলাকালে একটি নৌকাও নদীতে নামতে দেয়া হবে না। এবার চাঁদপুরে নৌ-পুলিশ সুপার রয়েছেন। আমরা আশা করবো তিনি আমাদের ভালো কিছু উপহার দেবেন।’
সোমবার বিকালে মা ইলিশ রক্ষায় চাঁদপুর জেলা টাক্স ফোর্স- এর সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক এসব কথা বলেন।
জেলা প্রশাসক বলেন, ‘মা ইলিশ রক্ষার স্থানীয় জনপ্রতিনিধিসহ সব শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। আপনারা প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন। গত বছরের মতো এবারও চাঁদপুরের জেলা পুলিশ ও নৌ-পুলিশ অনেক বেশি কঠোর অবস্থানে থাকবে।’
সভায় আরও বক্তব্য দেন পুলিশ সুপার শামসুন্নাহার, নৌ-পুলিশ সুপার সুব্রত হালদার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাসুদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ আব্দুল হাই, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, কোস্টগার্ড স্টেশন কমান্ডার, জেলা মৎস্য কর্মকর্তা সফিকুর রহমান, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি বিএম হান্নান, সাধারণ সম্পাদক সোহেল রুশদী প্রমুখ। এ সময় জেলা টাক্স ফোর্সের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।