স্কুলছাত্রীকে মারপিট, শিক্ষিকা ও সভাপতির বিরুদ্ধে মামলা
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর, ২০১৬ ২০:৪৩:০৬
স্কুলছাত্রীকে মারপিট, শিক্ষিকা ও সভাপতির বিরুদ্ধে মামলা
পিরোজপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
পিরোজপুর সদর উপজেলার ৪৫নং ওদনকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১ম শ্রেণির এক ছাত্রীকে মারপিটের ঘটনায় স্কুল শিক্ষিকা ও ম্যানেজিং কমিটির সভাপতির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ছয় বছরের শিশু শিক্ষার্থী জেনীর মা ফারজানা ইসলাম শিমু বাদী হয়ে সোমবার পিরোজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ শিশু আদালতে এ মামলাটি করেন। আদালত একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
মামলার অভিযোগে বলা হয়, সদর উপজেলার ৪৫নং ওদনকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১ম শ্রেণির ছাত্রী জেনী পরীক্ষা দেয়ার সময় তার পাশের সিটে আয়মান নামের একটি মেয়েকে বসিয়ে দিয়ে জেনীর খাতা দেখে লিখতে বলে। পরীক্ষার ফলাফল খারাপ হলে জেনীর নানী মাহমুদা বেগম স্কুলে গিয়ে ২০ আগস্ট ওই শিক্ষিকার কাছে এ ব্যাপারে জানতে চান। এতে ক্ষিপ্ত হয়ে স্কুল শিক্ষিকা মিতালী খানম মাহমুদা খানমকে চড় মারতে উদ্ধ্যত হলে ফারজানা ইসলাম শিমু সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।
এ সময় উত্তেজিত শিক্ষিকা গালাগাল দিয়ে শিশু শিক্ষার্থী জেনীকে চুলের মুঠি ধরে ক্লাস থেকে টেনে হেচড়ে বের করে মারধর করার পর তাদেরকে স্কুল থেকে বের করে দেন। তাকে উদ্ধার করে সদর হাসপাতালের চিকিৎসার পর ২১ আগস্ট স্কুলে নিয়ে গেলে ওই শিক্ষিকা এবং ম্যানেজিং কমিটির সভাপতি মো. সুমন হাওলাদার তাদের অকথ্য ভাষায় গালাগাল কলে স্কুল থেকে বের করে দেন।