নিবন্ধনবিহীন প্যাথলজি পরিচালনার অভিযোগে লালমনিরহাটের আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. ওমর ফারুককে এক বছরের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার সন্ধ্যা ৭টায় উপজেলার স্টেশন রোডে অবস্থিত তানিশা প্যাথলজিতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার মোছা. আকতারুন নেছা এ দণ্ডাদেশ দেন। পরে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেয়া হয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ডা. ওমর ফারুকতার কর্মস্থল আদিতমারী হাসপাতালে সঠিকভাবে দায়িত্ব পালন না করে অবৈধভাবে প্যাথলজি পরিচালনা করে আসছিলেন। এছাড়াও তার ওই নিবন্ধন বিহীন প্যাথলজিতে রোগীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায়, ভুল পরীক্ষাকরণ ও হয়রানিসহ নানা প্রতারণা করে আসছিলেন বলেও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এরই ধারাবাহিকতায় ভুক্তভোগীরা বিভিন্ন সময় বিভিন্নভাবে প্রশাসনকে অভিযোগ করে এলে প্রশাসন বিষয়টিকে নজরদারিতে রাখে এবং সোমবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক লালমনিরহাট আকতারুন নেছা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।