চট্টগ্রামে বস্তি থেকে স্বয়ংক্রিয় রাইফেল ও এসএমজি উদ্ধার
চট্টগ্রাম ব্যুরো, ঢাকাটাইমস
বন্দরনগরী চট্টগ্রামের একটি বস্তি থেকে স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গুলি উদ্ধারের কথা জানিয়েছে র্যাব। সকালে নগরীর রেলওয়ের বাস্তুহারা কলোনি বস্তি থেকে এই অস্ত্রগুলো উদ্ধার হয়।
আইনশৃঙ্খলা বাহিনীটি জানায়, উদ্ধার করা অস্ত্রের মধ্যে একটি এ কে টোয়েন্টি টু রাইফেল ও এসএমজি রয়েছে। এ ছাড়া রয়েছে রাইফেলের দুটি ম্যাগজিন, ১৬টি রকেট ফ্লেয়ার ও চারটি রাম দা। এই ঘটনায় দুই জনকে আটক করেছে বাহিনীটি।
র্যাব-৭ এর পক্ষ থেকে দুপুরে সংবাদ মাধ্যমে মুঠোফোনে পাঠানো এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানানো হয়। ওই বার্তায় এখনো উদ্ধার অভিযান চলছে বলে জানান র্যাব-৭ এর সহকারী পরিচালক চন্দন দেবনাথ।
র্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ জানান, মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর আইস ফ্যাক্টরি রোড সংলগ্ন এই বস্তিতে অভিযান চালানো হয়। এই অভিযানের বিষয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত তথ্য প্রকাশের কথা জানান তিনি।