ঝালকাঠীতে বাস শ্রমিক ইউনয়নের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘটের কারণে বিপাকে পড়েছেন ১৩ রুটের যাত্রীরা। চরম ভোগান্তি শেষে ৪ অথবা ৫ গুণ টাকা খরচ করে যেতে হচ্ছে গন্তব্যে। বিশেষ করে বরিশাল থেকে ওইসব রুটে সবসময় যাতায়াতকারী যাত্রীরা দুর্ভোগ বেশি পোহাচ্ছেন।
ধর্মঘটের কারণে বরিশাল রূপাতলী বাস টার্মিনাল থেকে ঝালকাঠী, পিরোজপুর, খুলনা, মঠবাড়িয়া, ভান্ডারিয়া, কাউখালী, কাকচিরা রুটে বাস ছেড়ে যাচ্ছে না। যাত্রীরা বিকল্প যানে যাবার চেষ্টা করছেন। এই সুযোগে যাত্রীদের জিম্মি করে কয়েক গুণ ভাড়া বাড়িয়েছেন অটো ও মাহেন্দ্র্র চালকরা।
ঝালকাঠী বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বাহাদুর চৌধুরী জানান, ২৪ সেপ্টেম্বর আলকায় পরিবহনের কর্মচারী নান্না সিকদারকে মারধর করেন পিরোজপুর সদর উপজেলা চেয়ারম্যান। ওই ঘটনায়কে কেন্দ্র করে মঙ্গলবার ভোর থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট আহবান করে শ্রমিক ইউনিয়ন।
রূপাতলী বাস শ্রমিক ইউনিয়নের লাইন সম্পাদক সেলিম মিয়া জানান, সকাল থেকে ঝালকাঠীসহ বেশ কয়েকটি রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। যাতে বরিশাল থেকে কোন বাস এসব রুটে ছেড়ে যাচ্ছে না। এতে করে ওই সব রুটে চলাচলকারী যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।