পাকিস্তানকে কূটনৈতিকভাবে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করতে ভারতের চেষ্টা ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন পাক প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজ। মঙ্গলবার তিনি এই মন্তব্য করেন বলে ডন নিউজের খবরে বলা হয়।
সারতাজ আজিজ বলেন, ‘ইসলামিক সহযোগী সংস্থা(ওআইসি)’র ৫৬টি দেশ, জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল এবং অন্যান্য বিশ্ব সংস্থা কাশ্মির ইস্যুতে পাকিস্তানকে সমর্থন করেছে। আন্তর্জাতিক সম্প্রদায় ভারতের ভিত্তিহীন অভিযোগ পুরোপুরি প্রত্যাখান করেছে।
যুক্তরাষ্ট্রের সিনেটে ভারত-পাকিস্তান সম্পর্ক নিয়ে আলোচনা গতি না পায়নি। তিনি বলেন, ‘পাকিস্তান জোরালোভাবে ভারতের আনা অভিযোগ প্রত্যাখান করেছেন।’
তিনি জানান, পাকিস্তান সরকারের তরফ থেকে ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের নরকাবস্থার কথা বিশ্ব নেতাদের কাছে চিঠির মাধ্যমে তুলে ধরা হয়েছে। কাশ্মিরের প্রকৃত অবস্থা তুলে ধরে তথ্যপ্রমাণ উপস্থাপন করা হয়েছে।
তিনি আরও জানান, কাশ্মিরের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য জাতিসংঘের মানবাধিকার কমিশনকে তথ্যানুসন্ধানের জন্য অনুরোধ করা হয়েছে।
সারতাজ আজিজ জোর দিয়ে বলেন, ‘মোদি সরকার এই অঞ্চলটিতে ভারতীয় স্টাইলে কর্তৃত্ব আরোপ করতে চাইছে। যা পাকিস্তানের পক্ষে গ্রহণযোগ্য নয়।’ তিনি বলেন, ‘গত ৭৫ দিন কাশ্মিরে নিরীহ জনগণকে ভারতীয় বাহিনীর বর্বরতা এবং নৃশংসতা মুখোমুখি হতে হয়েছে। কাশ্মিরের মানুষ ভারতীয় বাহিনীর অমানবিক নৃশংসতার বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যাচ্ছে।’
তিনি আরও বলেন, ‘৮ জুলাই থেকে এখন পর্যন্ত কাশ্মিরের ১২০ জন নিরাপরাধ মানুষকে হত্যা করেছে ভারতীয় সেনাবাহিনী। তাছাড়া প্যালেট বন্দুক ব্যবহার করার কারণে কয়েক ডজন মানুষ দৃষ্টিশক্তি হারিয়েছেন।’