কাশ্মিরের উরির সেনাছাউনিতে জঙ্গি হামলার ঘটনায় আজ মঙ্গলবার পাক হাইকমিশনার আব্দুল বাসিতকে ডেকেছে ভারতের পররাষ্ট্র সচিব এস জয়শঙ্কর। এসময় উরির হামলায় পাকিস্তানের জড়িত থাকার বেশি কিছু তথ্য প্রমাণ হাইকমিশনারের হাতে তুলে দেন ভারতের পররাষ্ট্র সচিব।
ঐ হামলার জন্য ভারত প্রথম থেকেই পাকিস্তানকে দায়ি করে আসছিল। তবে পাকিস্তান তা অস্বীকার করে আসছিল। এ নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা চলছিল। ঐ হামলার পর ভারতের পক্ষ থেকে হামলার আশঙ্কাও করছিল পাকিস্তান।
জানা যায়, উরির সেনাছাউনিতে হামলায় পাকিস্তানের জঙ্গি গোষ্ঠীর জড়িত থাকার বেশ কিছু প্রামাণ্য নথি আজ তুলে দেয় ভারত। জয় শঙ্কর তাকে সাফ জানিয়ে দেন, সীমান্তে দু’জন গাইড অনুপ্রবেশ করেছ। তারা আপাতত পুলিশের হেফাজতে রয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, হামলার ঘটনায় জড়িত থাকার দায়ে অন্তত একজনকে চিহিৃত করা গেছে। তার নাম হাফিজ আহমেদ। বাড়ি পাকিস্তানের মুজাফফরাবাদে।
উরি হামলার পর পরই পাক হাইকমিশনারকে একবার ডাকা হয়েছিল। আজ দ্বিতীয় দফায় তাকে ডাকা হলো। হামলায় ব্যবহৃত গ্রেনেডগুলো যে পাকিস্তানের তৈরি তা-ও আজ পাক হাইকমিশনার আব্দুল বাসিতকে প্রমাণসহ জানিয়ে দেয়া হয়েছে।