‘তথ্যই শক্তি : জানবো জানাবো, দুর্নীতি রুখবো’ প্রতিপাদ্য নিয়ে ঝিনাইদহে তথ্য জানার অধিকার দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি এ কর্মসূচির আয়োজন করে।
দিবস উপলক্ষে বুধবার সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয় পুরাতন ডিসি অফিস চত্বর থেকে একটি বর্নাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। র্যালি শেষে শহরের পুরাতন ডিসি অফিস চত্বরে ২ দিনব্যাপী তথ্য মেলার উদ্বোধন করা হয়।
ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক আবু ইউসুফ মো. রেজাউর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার প্রধান অতিথি ছিলেন।
বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের সচিব রেজাই রাফিন সরকার, সিভিল সার্জন ডা. আব্দুস সালাম, জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা নিলুফার রহমান, সনাক’র সদস্য এন এম শাহজালাল।
এবারের মেলায় সরকারি ও বেসরকারি অফিসসহ বিভিন্ন সংগঠনের ৪০টি স্টল স্থান পেয়েছে।