লাতিন আমেরিকার দেশ কিউবাতে সুদীর্ঘ ৫৫ বছর পর পুনরায় রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে যুক্তরাষ্ট্র। খবর বিবিসির।
প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, এটি অধিকতর স্বাভাবিক ও ফলপ্রসূ সম্পর্কের দিকে একটি পদক্ষেপ।
কংগ্রেসের বেশ কয়েকজন রিপাবলিকান সদস্য কমিউনিস্ট শাসিত কিউবার সঙ্গে ওবামার কাজের ধরন প্রত্যাখ্যান করে আসছেন। এই সিদ্ধান্তের কারণে ওবামাকে কংগ্রেসে লড়াই করতে হতে পারে।
নতুন রাষ্ট্রদূতের নাম জেফরি ডেলরেনটিস। ইতিমধ্যে জেফরি তার দায়িত্ব পালন করা শুরু করে দিয়েছেন। গত বছরের জুলাইয়ে কিউবার রাজধানী হাভানায় যুক্তরাষ্ট্রের দূতাবাস পুনরায় স্থাপিত হয়। এতদিন সেখানে কোনো রাষ্ট্রদূত ছিল না।
১৯৬১ সালে কিউবায় কমিউনিস্ট বিপ্লবের পর যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির কূটনৈতিক সম্পর্ক ভেঙে গিয়েছিল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ও কিউবার প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো পুনরায় দেশ দুটির মাঝে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে অন্যান্য ক্ষেত্রেও পর্যায়ক্রমে ব্যবধান কমিয়ে আনছেন।