তথ্য জানার অধিকার সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং তথ্য অধিকার প্রতিষ্ঠায় জনগণকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে দেশের অন্যান্য স্থানের মতো খুলনায় বুধবার পালিত হয় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০১৬।
দিবসটির এবারের প্রতিপাদ্য “তথ্য পেলে মুক্তি মেলেÑ সোনার বাংলার স্বপ্ন ফলে”।
এ উপলক্ষ্যে সকাল ১০টায় খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় খুলনা জেলা প্রশাসক নাজমুল আহসান বলেন, জনগণের ক্ষমতায়ন ও অধিকার প্রতিষ্ঠা এবং দেশের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে তথ্যের অবাধ প্রবাহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তথ্য মানুষকে সর্বদাই সচেতন করে এবং সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করে। তাই তথ্য জানা মানুষের অন্যতম অধিকার।
খুলনা জেলা প্রশাসন, সচেতন নাগরিক কমিটি (সনাক), চেম্বার অব কমার্স এবং নাগরিক ফোমার যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে তথ্য অধিকার বিষয়ে ধারণাপত্র উপস্থাপন করেন তথ্য অধিকর বিষয়ক উপ-কমিটির আহবায়ক শেখ আবু হাসান। অন্যান্যর মধ্যে বক্তৃতা করেন খুলনা সনাকের সদস্য প্রফেসর মো. জাফর ইমাম, খুলনা জেলা তথ্য অফিসের উপ-পরিচালক ম. জাভেদ ইকবাল, সনাক সদস্য প্রফেসর আনোয়ারুল কাদির এবং নাগরিক ফোরামের প্রকল্প সমন্বয়ক সিলভি হারুন।
স্বাগত বক্তৃতা করেন খুলনা সনাকের সহসভাপতি অ্যাড. শামীমা সুলতানা শিলু।
এর আগে জেলা প্রশাসকের নেতৃত্বে শহীদ হাদিস পার্ক থেকে বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় এসে শেষ হয়। র্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।