রংপুরের গংগাচড়ায় এক বছরের শিশুকন্যা লাকি আক্তারকে হত্যার দায়ে মা রাহেলা বেগমকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। বুধবার দুপুরে রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান এই আদেশ দেন।
সরকার পক্ষের আইনজীবী পিপি আব্দুল মালেক জানান, স্বামী-স্ত্রীর বিরোধকে কেন্দ্র করে ২০০৪ সালের ১২ সেপ্টেম্বর গংগাচড়া উপজেলার জয়দেব সরকার পাড়ার লাভলু মিয়ার স্ত্রী রাহেলা বেগম এক বছরের শিশুকন্যা লাকী আক্তারকে গলা টিপে হত্য করেন। পরে লাশ বাড়ির পাশে পুকুরে ফেলে দেন। এ ঘটনায় স্বামী বাদী হয়ে ওই বছরের ১ অক্টোবর গংগাচড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা আব্দুল মোনায়েম ও রেজাউল ইসলাম ঘটনার সত্যতা প্রমাণে আদালতে চার্জশিট দাখিল করলে ১২ বছর পর মামলার রায়ে আসামি মা রাহেলা বেগমের ফাঁসির আদেশ দেয় আদালত।