কুমিল্লার দাউদকান্দি পৌরসভার কাউন্সিলর রকিব উদ্দিন রকিবকে গুলির ঘটনায় অস্ত্রসহ দুইজনকে আটক করেছে পুলিশ। বুধবার ভোরে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- দাউদকান্দি উপজেলার দোনারচর গ্রামের সালাম খন্দকার ও মোল্লাকান্দি গ্রামের কোহিনূর বেগম। এ সময় রিপন বেপারীর বাড়ি থেকে দুইটি পিস্তল, একটি পাইপগান, এক রাউন্ড কার্তুজসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
মামলার বাদী ও পুলিশ সূত্রে জানা যায়, ৩০ জানুয়ারি কাউন্সিলর রকিব উদ্দিন রকিবকে গুলি করে সন্ত্রাসীরা। এ ঘটনায় ৩১ জানুয়ারি রকিবের স্ত্রী সামছুন্নাহার দাউদকান্দি থানায় সালাম খন্দকারসহ ৭ জনকে আসামি করে মামলা করেন। পুলিশ বুধবার ভোরে সালাম খন্দকারকে গ্রেপ্তার করে। তার স্বীকারোক্তি মতে মোল্লাকান্দি গ্রামের রিপন বেপারীর ঘর থেকে ২টি পিস্তল, ১টি পাইপ গান, এক রাউন্ড কার্তুজসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। রিপন বেপারী পালিয়ে গেলে তার স্ত্রী কোহিনূর বেগমকে আটক করা হয়।
দাউদকান্দি থানার ওসি আবু সালাম মিয়া জানান, আসামিদের বিপুল পরিমাণ অস্ত্রসহ আটক করা হয়েছে। আসামিরা নৌ-পথে ডাকাতির সাথে জড়িত বলে ধারণা করা হচ্ছে।