চাকরি থেকে অবসরে যাওয়ার পর শরীরে বাসা বাঁধতে শুরু করেছিল নানা অসুখ। তাই উন্নত চিকিৎসার জন্য ভারতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন এরশাদ আলী (৬২)। সে জন্য রাজশাহীতে পাসপোর্ট করতে এসেছিলেন তিনি। কিন্তু তাকে আর পাসপোর্ট করতে হলো না। ট্রেনে কাটা পড়ে চিকিৎসার ঊর্ধ্বে চলে গেছেন সাবেক এ সরকারি কর্মকর্তা।
বুধবার বেলা ১১টার দিকে রাজশাহী মহানগরীর বর্ণালীর মোড় রেলক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে নিহত এরশাদ আলীর বাড়ি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাকরান্দা গ্রামে। তার বাবার নাম মৃত আমির আলী।
এরশাদের ছোট ভাই বজলুর রহমান জানান, এরশাদ আলী খাদ্য মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা পদে চাকরি করতেন। কয়েক বছর আগে তিনি অবসরে যান। চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে বুধবার তিনি রাজশাহী এসেছিলেন পাসপোর্ট করার জন্য। বর্ণালীর মোড় এলাকায় তার ভাগনের বাড়ি। সেখানেই ওঠার কথা ছিল তার।
রাজশাহী রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) ভুট্টু রহমান জানান, বর্ণালী মোড়ে চায়ের দোকানে চা পান শেষে রেললাইন পার হচ্ছিলেনএরশাদ আলী। ওই সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী আসা একটি ট্রেনের নিচে কাটা পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় রাজশাহী রেলওয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।