মানিকগঞ্জ শহরের পূর্ব দাশড়া এলাকায় প্রিয়া সাহা নামের কলেজছাত্রী হত্যা ঘটনায় তার স্বামী, শ্বশুর ও শাশুড়িকে আটক করেছে সদর থানা পুলিশ। এই ঘটনায় হত্যা মামলা হচ্ছে সদর থানায়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান ঢাকাটাইমস জানান, প্রিয়া সাহা হত্যা ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য প্রিয়ার স্বামী দিপঙ্কর সরকার, শ্বশুর দিলীপ সরকার ও শাশুড়ি গিতা সরকারকে আটক করে থানায় আনা হয়েছে। এই হত্যার ঘটনায় তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।
ওসি বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রিয়া সাহাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে। বিষয়টি ভিন্ন খাতে নেয়ার জন্য প্রিয়াকে হত্যার পর বিবস্ত্র করে ফ্লোরে ফেলে রাখা হয়েছে।’
প্রিয়া সাহাকে ধর্ষণ করা হয়েছে কি না-এমন প্রশ্নের জবাবে ওই পুলিশ কর্মকর্তা বলেন, এ ব্যাপারে ময়না তদন্তের রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত কিছু বলা সম্ভব না।
প্রিয়া সাহার লাশ ময়না তদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
প্রায় দুই মাস আগে পূর্ব দাশড়া এলাকার সুকুমার সাহার প্রথম মেয়ের সাথে একই এলাকার দিলীপ সরকারের ছেলের দীর্ঘদিন প্রেমের সর্ম্পকের পর পারিবারিকভাবে বিয়ে হয়। মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে বাংলা ২য় বর্ষের ছাত্রী প্রিয়া সাহা ও বুয়েটের শেষ বর্ষের ছাত্র দীপঙ্কর সরকার।
আজ সকালে পূর্ব দাশড়া কাটাখালী ব্রিজ এলাকায় গিয়ে দেখা যায়, প্রিয়ার লাশ নিজের বেডরুমের ফ্লোরে বিবস্ত্র অবস্থায় পড়ে আছে। বিছানার কাপড় রয়েছে এলোমেলো আর আলমারি রয়েছে খোলা। এছাড়া ব্যবহারিত জিনিসপত্র ছড়িয়ে পড়ে আছে।
এদিকে প্রিয়া সাহার হত্যার সঙ্গে জড়িতদের বিচার দাবিতে শহরে বিক্ষোভ মিছিল করেছেন সরকারি দেবেন্দ্র কলেজের শিক্ষার্থীরা। এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে শান্তি দাবি জানান তারা।