অস্বাভাবিক বৃষ্টি না হওয়ার পরেও হঠাৎ করে ভারি বর্ষণে বরিশাল নগরীর প্রানকেন্দ্র সদর রোডসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সড়কে প্রায় হাঁটু সমান পানি জমেছে।
বিশেষ করে নগরীর অক্সফোর্ড মিশন রোড, হাতেম আলী কলেজ চৌমাথা, বটতলা, কলেজ এভিনিউ, কলেজ রো, কাউনিয়া, পলাশপুরসহ বেশকিছু এলাকায় এই পনি জমে। এতে ব্যাহত হচ্ছে নগরবাসীর স্বাভাবিক জীবনযাত্রা।
বিপাকে পরতে হয়েছে স্কুল-কলেজগামী ছাত্র-ছাত্রীসহ ব্যবসাপ্রতিষ্ঠানের মালিক-কর্মকর্তা-কর্মচারীদের। তবে বৃষ্টি থেমে যাওয়ার পর থেকে ধীরে-ধীরে কিছু কিছু এলাকার পানি নামতে শুরু করায় ওই এলাকার বাসিন্দাদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে এসেছে।
তবে নগরীর বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের সড়কও বৃষ্টির পানিতে ভরা ছিল। যাতে পরীক্ষার্থীরা ভোগান্তি পড়ে।
আবহাওয়া অফিস জানিয়েছে, বরিশালে আজ ১১৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।