ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ডাকাত দলের সর্দারসহ আট জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে গোয়েন্দা পুলিশ। উদ্ধার হয়েছে ডাকাতি হওয়া ৭৯ ড্রাম পাম ওয়েল, দুইটি ট্রাক ও ডাকাতির কাজে ব্যবহৃত পিকআপ ভ্যান।
নারায়ণগঞ্জ গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল ইসলাম জানান, গত ২০ সেপ্টেম্বর রাতে রূপগঞ্জের কাঞ্চন থেকে ৬০ ড্রাম পাম ওয়েল এবং ২৩ সেপ্টেম্বর রাতে সোনারগাঁও থানার ঢাকা বাইপাস সড়ক থেকে ৪৫ ড্রাম পাম ওয়েল ভর্তি দুই ট্রাক ডাকাতি হয়। ডাকাতরা ট্রাকের চালক ও সহকারীদের হাত পা মুখ বেঁধে রাস্তার পাশে ফেলে দিয়ে যায়। এই ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশ মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে যাত্রাবাড়ী ডাকাত দলের সর্দার আরিফ হোসেন কামালকে গ্রেপ্তার করা হয়।
পরে আরিফের স্বীকারোক্তি অনুযায়ী সিদ্ধিরগঞ্জের মিজমিজি থেকে ৩৫ ড্রাম এবং ঘাটাইল থানার ঘাটাই বাজার থেকে ৪৪ ড্রাম পাম ওয়েল ভর্তি ও একই স্থান থেকে ২২ টি খালি ড্রাম, ডাকাতি হওয়া দুইটি ট্রাক এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান উদ্ধার করে গোয়েন্দারা।
আটকরা হলেন আবদুস সামাদ, বেলায়েত হোসেন ওরফে বিল্লাল, নিজাম উদ্দিন ওরফে সোহেল, আবদুল বাতেন, ফারুক, হেলাল হাওলাদার ও সাখাওয়াত হোসেন মিলন। ডাকাতি হওয়া মালামালের আনুমানিক মূল্য ১৭ লাখ টাকা হবে বলে জানান গোয়েন্দা কর্মকর্তা মাহমুদুল ইসলাম।