লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আলেকজান্ডার সবুজ গ্রামের কৃষক লোকমান হোসেন হত্যা মামলায় ১৬ জনকে যাবজ্জীবন কারাদ-াদেশ দিয়েছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত।
বুধবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে আদালতের বিচারক মো. সাইদুর রহমান গাজী এ রায় দেন।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- ওই এলাকারই বাসিন্দা মো. আনোয়ার হোসেন, মো. আলতাফ, মফিজুল ইসলাম ধনা, মো. মোস্তফা, মো. মনির, মো. নাহিদ, রেজাউল হক, মো. রুবেল, সহিজুল ইসলাম, আইয়ুব আলী, মো. মোরশেদ, অহিদুর রহমান, মো. জিন্নাহ, মো. আব্বাস, মো. আবদুল হান্নান ও মো. মাকসুদ। রায়ের সময় তারা সবাই আদালতে উপস্থিত ছিলেন।
মামলার এজাহার ও রায়ের কপি সূত্রে জানা যায়, ২০০৯ সালের ২১ জানুয়ারি সকালে সবুজ গ্রামের ইদ্রিস প-িতের ছেলে কৃষক লোকমান নিজেদের জমিতে সয়াবিন চাষ করতে যান। পূর্বশত্রুতার জের ধরে ওই সময় আসামিরা তার ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হলে তাকে প্রথমে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে অবস্থার অবনতি হলে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাকে ঢাকায় ইসলামি ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতাল থেকে বাড়ি আনার পর একই বছরের ১০ ফেব্রুয়ারি রাতে তার মৃত্যু হয়।
১১ ফেব্রুয়ারি তার বড় ভাই আবদুল গফুর ওই ১৬ জনকে আসামি করে রামগতি থানায় হত্যা মামলা করেন। দীর্ঘ শুনানি শেষে অপরাধ প্রমাণিত হওয়ায় ১৬ আসামিকেই যাবজ্জীবন কারাদ-াদেশ ও ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো এক বছরের কারাদ-াদেশ দেন আদালত।
এ রায়ে অসন্তোষ প্রকাশ করে আসামিপক্ষের আইনজীবী এ কে এম হুমায়ুন কবির জানান, তারা উচ্চ আদালতে আপিল করবেন এবং আশা করছেন উচ্চ আদালতে ন্যায়বিচার পাবেন।