টঙ্গীতে একাধিক মামলার পলাতক আসামি সন্ত্রাসী ইসমাইল হোসেনকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সকালে আউচপাড়ার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে গাজীপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সকাল ১০টার দিকে আউচপাড়ার নিজের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে বুধবার দুপুরেই আউচপাড়ার আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম সফির ছেলে আশরাফুলকে কুপিয়ে হত্যা চেষ্টা মামলায় (নং-(২৬) ০৭,২০১৬) গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে গাজীপুর জেল হাজতে পাঠানো হয়। ইসমাইল বাহিনীর দাঙ্গা-হাঙ্গামা, হানাহানি, ছিনতাই, চাঁদাবাজি, অত্যাচার-নির্যাতনে এলাকার বাসিন্দারা অতিষ্ট হয়ে উঠেছিল। তার গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী স্বস্তির নিঃশ্বাস ফেলেন।
টঙ্গী মডেল থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ইসমাইলের বিরুদ্ধে টঙ্গী থানায় ছিনতাই, চাঁদাবাজি, দাঙ্গা-হাঙ্গামা ও হত্যা চেষ্টাসহ একাধিক মামলা রয়েছে। তাকে গাজীপুর জেল হাজতে পাঠানো হয়েছে।