নিরাপত্তার স্বার্থে দুর্গাপূজার মণ্ডপে ব্যাগ নিয়ে প্রবেশ করা যাবে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া। দুর্গোৎসবে আতশবাজি বা পটকা না ফোটানোর নির্দেশও দিয়েছেন তিনি।
বুধবার ডিএমপি সদর দপ্তরের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত সভায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের এসব কথা বলেন ডিএমপি কমিশনার।
আগামী ৬ অক্টোবর শুরু হচ্ছে বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। ১১ সেপ্টেম্বর বিজয়া দশমীতে বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে আনুষ্ঠানিকতা।
এবার রাজধানীতে ২২৯টি ম-পে পূজা হবে। প্রতিটি ম-পেই বিপুল পরিমাণ ভক্ত ও অনুরাগীদের আনাগোনা হয়। দুর্বৃত্তরা যেন এসব ম-পে অনাকাক্সিক্ষত কোনো ঘটনা যেন না ঘটে সে জন্য বিশেষভাবে সতর্ক থাকার কথা জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এই প্রস্তুতির অংশ হিসেবেই এই বৈঠক হয় ডিএমপিতে।
সাম্প্রতিক জঙ্গি হামলার প্রেক্ষিতে ঈদুল আজহার জামাতে এবার ব্যাগ, এমনকি ছাতা নিয়ে যেতেও নিষেধ করেছিল পুলিশ। দুর্গাপূজাতেও ম-পে বিপুল পরিমাণ জনসমাগমের কারণে জঙ্গিরা যেন সুযোগ নিতে না পারে সে জন্য একই ধরনের ব্যবস্থা নিয়েছে পুলিশ।
ডিএমপি কমিশনার বলেন, রাজধানীর প্রতিটি ম-পে আইন শৃঙ্খলা কমিটি গঠন করতে হবে। কমিটিতে স্থানীয় ওয়ার্ড কমিশনারসহ গণ্যমান্য লোকদের রাখতে হবে। প্রত্যেক ম-প ও আশেপাশে এলাকায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখতে হবে।
পূজা ম-পের নিরাপত্তায় আরও কিছু নির্দেশনা দেয় পুলিশ। এর মধ্যে আছে ম-পে স্বেচ্ছাসেবক নিয়োগ, ম-পে প্রবেশ ও বের হতে আলাদা পথ তৈরি, প্রবেশ পথে আর্চওয়ে স্থাপন। ম-পে আসা ব্যক্তিদের মেটাল ডিটেক্টর দিয়ে পুলিশ তল্লাশি করবে বলেও জানান পুলিশ কমিশনার।