যশোরে সন্ত্রাসী দলের দুপক্ষে গোলাগুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন, যিনি ছিনতাইকারী ছিল বলে পুলিশের ধারণা। বৃহস্পতিবার ভোরে যশোর-ঝিনাইদহ মহাসড়কের মথুরাপুর এলাকায় এ গোলাগুলি হয়।
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস হোসেন জানান, মথুরাপুর এলাকায় দু’দল সন্ত্রাসীর গোলাগুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে কয়েক রাউন্ড গুলি ছুড়ে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। সন্ত্রাসীরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তিকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। প্রাথমিকভাবে তার নামপরিচয় নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার গান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে ওসি জানান।
তবে পুলিশের একটি সূত্র জানিয়েছে, নিহত ব্যক্তি পুলিশের হাত থেকে পালিয়ে যাওয়া ছিনতাইকারী আজাদুর রহমান টোকনের হতে পারে। ছিনতাইয়ের ঘটনায় ধরা পড়ার পর ২৭ সেপ্টেম্বর যশোর মেডিকেল কলেজ হাসপাতালে আনার পথে যাকে ছিনিয়ে নিয়েছিল সন্ত্রাসীরা।