মানিকগঞ্জে কলেজছাত্রী সুপ্রিয়া সাহার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সহপাঠী ও এলাকার সর্বস্তরের মানুষ।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে প্রতিবাদ মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে মানিকগঞ্জ প্রেসক্লাব চত্বরে সমাবেশ করে।
অ্যাডভোকেট আজহারুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- সুপ্রিয়ার বাবা সুকুমার সাহা, পৌরসভার পাঁচ নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল রাজ্জাক রাজাসহ সহপাঠী ও এলাকাবাসী।
মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের বাংলা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী সুপ্রিয়া সাহার লাশ বুধবার তার শ্বশুর বাড়ি থেকে উদ্ধার করা হয়।
সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার লুৎফর রহমান জানান, মাথায় আঘাতজনিত কারণে সুপ্রিয়ার মৃত্যু হয়েছে।
এদিকে এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে বুধবার সকালে সুপ্রিয়ার স্বামী দিপাঞ্জন সরকার, শ্বশুর দীলিপ সরকার এবং শাশুড়ি গীতা সরকারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। এরপর বিকালে তাদের তিনজনকে হত্যা মামলার আসামি হিসেবে গ্রেপ্তার দেখায় পুলিশ।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুর রহমান জানান, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে আট দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।