চাঁপাইনবাবগঞ্জের নাচলে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের চায়ের দোকানে ঢুকে পড়েছে। এতে তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার নাচোল-রহনপুর সড়কের বেলপুকুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার কসবা ইউনিয়নের খড়িবোনা গ্রামের ওয়াহাব আলী, গাজলু হক এবং জোড়াপুকুর গ্রামের তাবারক আলী। আহতরা হলেন- বেলপুকুর এলাকার আলাউদ্দিন, পাইকড়া গ্রামের রাজকুমার ও আনোখাদিঘি এলাকার বজলুর রশিদ।
স্থানীয়দের অভিযোগ, ট্রাকটি বেপোরয়াভাবে চালিয়ে কয়েকটি চায়ের দোকানকে চাপা দেয়। এতে করে ঘটনাস্থলে ৬ জন গুরুতর আহত হন। পরে তাদেরহাসপাতালে নিলে তিনজন মারা যান।
নাচোল উপজেলার চেয়ারম্যান আব্দুল কাদের জানান, বেলপুকুর এলাকায় একটি ট্রাক বেপরোয়াভাবে চালিয়ে সড়কের পাশের কয়েকটি চায়ের দোকানে ঢুকে পড়লে এ দুর্ঘটনা ঘটে। এতে করে ঘটনাস্থলে ছয়জন আহত হন। পরে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তিনজন মারা যান।
অপর আহত আলাউদ্দিন, রাজকুমার ও বজলুর রশিদকে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফাসির উদ্দিন জানান, নিহত পরিবারগুলো জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে ময়নাতদন্ত না করে নিহতদের দাফন সম্পন্ন করবে।