কর্মস্থলে শ্রমিকদের নিরাপত্তা নিয়ে কোনো ধরনের আপোস করা হবে না বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক চুন্নু।
বৃহস্পতিবার রাজধানীর পূর্বাণী হোটেলে স্টেকহোল্ডারস ওয়ার্কশপ অন ড্রাফট ন্যাশনাল লেবার ইনসপেকশন স্ট্র্যাটেজি শীর্ষক কর্মশালায় তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, দেশে নিরাপদ কর্মস্থলের অভাব আছে। নিরাপত্তা বাড়াতে প্রত্যেক কারখানায় নিরাপত্তা কমিটি গঠন করতে হবে। একইসঙ্গে কারখানার মালিক ও শ্রমিকদের নিয়ে সরকারকে আলোচনা করতে হবে। তাদের নিরাপত্তার বিষয়টি বোঝাতে হবে।
মুজিবুল হক বলেন, আলোচনার মাধ্যমে শ্রমিক ও মালিকদের সচেতন করতে হবে। সচেতনতা বৃদ্ধি নিরাপত্তা তৈরিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।
প্রতিমন্ত্রী বলেন, সাভারের রানা প্লাজার ধসের পরে কারখানা পরিদর্শনের বিষয়টি আলোচনায় উঠে আসে। এদের মধ্যে বিশেষ করে ঢাকার বাইরের কারখানার মালিকরা পরিদর্শন সম্পর্কে জানেন না। পরিদর্শনের মাধ্যমে তাদের যে শাস্তির আওতায় আনা হতে পারে অনেকেই বিষয়টি জানেনও না।
শ্রম ও কর্মসংস্থান সচিব মিকাইল শিপারের সভাপতিত্বে কর্মশালায় মুজিবুল হক বলেন, কারখানা পরিদর্শনের চেয়ে শ্রমিক-মালিকদের সঙ্গে নিরাপত্তা নিয়ে আলোচনা বেশি ফলপ্রসূ হবে। এছাড়া সচেতনতা বাড়াতে যথাযথ কর্মপরিকল্পনার দরকার।