‘থাকবো শিশু সবার মাঝে ভালো, দেশ-সমাজ পরিবারের জ¦লবে আশার আলো’, এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ পালিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে এ উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা হয়। সভায় শিশু সভাপতি জান্নাতুল ফেরদৌস নিসার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক বেগম উম্মে সালমা তানজিয়া।
এসময় বিশেষ অতিথি ছিলেন- অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এরাদুল হক, সদর উপজেলা চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর, বাংলাদেশ শিশু একাডেমির ফরিদপুর জেলা শাখার শিশু সংগঠক ফাতেমা বেগম, ফরিদপুর শিশু একাডেমির সদস্য কাজী গোলাম মহিউদ্দিন এবং বিভিন্ন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা।
পরে সেখানে গান পরিবেশন, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।