দেশজুড়ে সাম্প্রতিক জঙ্গি তৎপরতার মূল হোতা বলে চিহ্নিত তামিম চৌধুরীর ঘনিষ্ঠ ও নব্য জেএমবির গুরুত্বপূর্ণ এক সদস্যকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ। তার নাম সালাহউদ্দিন কামরান। গতকাল বুধবার রাতে তাকে গাজীপুরের টঙ্গী থেকে গ্রেপ্তার করে পুলিশের জঙ্গিবিরোধী বিশেষ শাখা কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ইউনিট।
তামিম চৌধুরী গত ২৭ আগস্ট নারায়ণগঞ্জের পাইকপাড়ায় পুলিশের অভিযানে নিহত হন। তবে তার কয়েকজন ঘনিষ্ঠজন এখনও আটক হয়নি বলে জানিয়েছে পুলিশ। তাদেরকে গ্রেপ্তারে অভিযান চালু আছে বলে জানিয়েছে বাহিনীটি। আর এই চেষ্টাতেই সালাহউদ্দিনকে গ্রেপ্তারে সুফল মিলেছে।
ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার সহকারী কমিশনার তৌহিদ এলাহী জানান, গতকাল বুধবার রাত আটটার দিকে টঙ্গীর স্টেশন রোড থেকে সালাহ্ উদ্দিন কামরানকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, সালাহউদ্দিন নব-জেএমবির আর্দশের প্রচার ও কর্মকা-কে গতিশীল ও উৎসাহিত করার লক্ষ্যে নানা প্রচার-প্রচারণা করে আসছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি বাংলাদেশে নাশকতামূলক কর্মকা- চালানোর পরিকল্পনার কথা স্বীকার করেছেন বলেও জানিয়েছে পুলিশ। তাকে আদালতে তুলে রিমান্ড চাওয়া হবে বলে জানিয়েছে বাহিনীটি।
সালাহউদ্দিন চলতি বছরের মে মাসে ঢাকায় আসেন বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা তৌহিদ এলাহী। গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলায় তার সম্পৃক্ততা ছিল কি না, সে বিষয়ে তদন্ত চলছে বলে জানান তিনি।
গত ২৬ জুলাই মিরপুরের কল্যাণপুরে জাহাজ বিল্ডিংয়ে পুলিশের অভিযানে নিহত জঙ্গি আবু হাকিম নাঈমের সঙ্গেও সালাহউদ্দিনে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। ওই অভিযানে গ্রেপ্তার জঙ্গি রাকিবুল হাসান রিগান সালাহউদ্দিনকে প্রশিক্ষণ দেন বলে জানিয়েছে পুলিশ।