প্রকাশ : ২৯ সেপ্টেম্বর, ২০১৬ ১৭:৫০:৩৭আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০১৬ ২২:৪৬:০১
‘এশিয়ান ট্যুরিজম ফেয়ার’ উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
পর্যটন শিল্পের বিকাশের লক্ষ্যে বাংলাদেশকে তুলে ধরতে রাজধানীতে উদ্ধোধন হলো তিন দিনের মেলা ‘এশিয়ান ট্যুরিজম ফেয়ার’। পঞ্চমবারের মতো এই আয়োজনটি শুরু হয়েছে।
মেলায় মোট ১২০ টি স্টল বরাদ্দ দেয়া হয়েছে। প্রবেশ কুপনের বিপরীতে সকলের জন্য থাকছে ফ্যান্টাসি কিংডমে প্রবেশ মূল্যে পঞ্চাশ শতাংশ ছাড়। এছাড়া র্যাফেল ড্র এর গিফট ভাউচরে থাকছে ঢাকা-ব্যাংকক-ঢাকা, ঢাকা- ইয়াংগুন-ঢাকা বিমান টিকিট, হলিডে গিফট ভাউচার সহ নানা আকর্ষণীয় উপহার। তিন দিনের এই মেলা প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত আটটা পর্যন্ত চলবে।
আজ বৃহস্পতিবার বসুন্ধরার ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে মেলার উদ্বোধন করেন সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী জি এম কাদের। পর্যটন বিচিত্রা এই মেলার আয়োজন করেছে। সার্বিক সহায়তায় রয়েছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড (বিটিবি) ও বাংলাদেশ পর্যটন করপোরেশন (বিপিসি)।
উদ্বোধনী অনুষ্ঠানে পর্যটন করপোরেশনের চেয়ারম্যান অরুপ চৌধুরী বলেন, ‘অভ্যন্তরীণ পর্যটন শুরু হয়েছে। বিপুল পরিমাণ মানুষ এখন ভ্রমণ করছে। আশা করছি বিদেশি পর্যটকরাও দলে দলে আসবেন দেশে।’
অপরুপ চৌধুরী বলেন, ‘গণমাধ্যমকে ইতিবাচক সংবাদ প্রচার করতে হবে। কোন অঘটনের ছবি বারবার দেখানো হলে বিশ্বে বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়ে। এতে বাংলাদেশ ভ্রমণে আগ্রহ হারিয়ে ফেলে পর্যটকরা।’
প্রধান অতিথির বক্তব্যে জি এম কাদের বলেন, বিদেশি পর্যটকদের পর্যাপ্ত নিরাপত্তা দিতে হবে। তারা যাতে খুব ভ্রমণ করতে পারে সে ব্যবস্থা করতে হবে। সম্প্রতি ঘটে যাওয়া দুর্ঘটনার কারণে কিছুটা পর্যটক কম হলেও সার্বিক পরিস্থিতির এখন উন্নতি হয়েছে।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আখতারুজ্জামান খান কবির, ট্যুরিজম রিসোর্ট ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশন আব বাংলাদেশের প্রেসিডেন্ট খবির উদ্দিন আহমেদ, ট্যুর অপারেটরস্ এসোসিয়েশন অব বাংলাদেশের প্রেসিডেন্ট তৌফিক উদ্দিন আহমেদ।
এই মেলার কারণে দেশের আকর্ষণীয় ও দর্শণীয় স্থানে পর্যটন সেবার সমন্বয় ঘটবে বলেও আশা করা হয় সংবাদ সম্মেলনে। বক্তারা বলেন, সরকার ২০১৬ সালকে পর্যটন বর্ষ হিসাবে ঘোষণা করেছে। এ জন্যই পর্যটনের বিকাশে নানা উদ্যোগ নিয়েছে মন্ত্রণালয়।
বাংলাদেশ পর্যটন শিল্পের বিকাশে সরকার ই ভিসা দেওয়ার চিন্তা করছে বলে অপরুপ চৌধুরী। বলেন, ‘একজন টুরিস্ট এখানে আসলে সাতজনের আয়ের সুযোগ হয়। তারা এখানে টাকা খরচ করতে আসে। তাই আমাদের সকলের উচিত এ খাতের জন্য সহায়তা করা।’