গাজীপুরের ভানুয়া এলাকায় প্রায় ৬ কিলোমিটার এলাকার দুই হাজার গ্রাহকের অবৈধ গ্যাস লাইন বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।
বৃহস্পতিবার সকাল ১১টায় ভানুয়া এলাকায় গাজীপুরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাহমুদা শাহরীন মাধবীর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় তার সঙ্গে ছিলেন তিতাস গ্যাস গাজীপুর জোনের জি এম এস এম আব্দুল ওয়াদুদ ও ব্যাবস্থাপক সাব্বের আহমেদ চৌধুরী।
অভিযানে ওই এলাকার প্রায় ৬ কিলোমিটার এলাকায় অবৈধ ৩ ইঞ্চি ব্যাসের সংযোগ পাইপ ও দুই হাজার বাসাবাড়ির অবৈধ গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এছাড়া অবৈধ ভাবে ব্যবহৃত বিপুল পরিমাণ পাইপ, রাইজার ও অন্যান্য মালামাল জব্দ করা হয়।