প্রকাশ : ৩০ সেপ্টেম্বর, ২০১৬ ১০:৩০:৩৪আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০১৬ ১০:৩৪:১১
বাড়ির উঠানে বজ্রপাতে মা-মেয়ে নিহত
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
ভোরে ঘুম ভেঙে বাড়ির কাজগুলো গুছিয়ে নিতে ঘরের বাইরে এসে বজ্রপাতে প্রাণ হারালেন মা ও মেয়ে। রংপুরের জেলার পীরগঞ্জে উপজেলার মদনখালী এলাকায় বাড়ির উঠানে এই ঘটনা ঘটে।
নিহত দুই জন হলেন ৬০ বছর বয়সী রাফিনা মূর্ম এবং তার ২০ বছর বয়সী সেলিনা টুল্লু।
চলতি বছর বর্ষাকালের শুরু থেকেই দেশের বিভিন্ন এলাকায় বজ্রপাতে বিপুল পরিমাণ মানুষের মৃত্যু হয়েছে। সাধারণত বর্ষার আগে আগে বজ্রপাতের ঘটনা ঘটলেও এবার বর্ষা শেষ হয়ে যাওয়ার পরও প্রায়ই মানুষের মৃত্যুর খবর আসছে দেশের বিভিন্ন এলাকা থেকেই। ফসলের মাঠ থেকে শুরু করে ঘরেও প্রাণ হারাচ্ছে মানুষ।
বজ্রপাতের সংখ্যা এবং হতাহতের পরিমাণ বেড়ে যাওয়ায় সরকার একে দুর্যোগের তালিকায় অন্তভূক্তির সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি নিহতদের স্বজন এবং আহতদেরকে আর্থিক সহযোগিতা করারও সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তারা।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল ইসলাম ঢাকাটাইমসকে জানান, শুক্রবার সকাল থেকেই এলাকায় গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছিল। এর মধ্যে ঘুম থেকে উঠে রাফিনা মূর্ম তার মেয়ে সেলিনা টুল্লু বাড়ির কাজে নেমে পড়েন। এক পর্যায়ে তারা উঠানে গিয়ে কাজ করতে থাকেন। এই সময় বজ্রপাত এসে পড়ে মা ও মেয়ের ওপর। এতে ঘটনাস্থলেই নিহত হন দুই নারী।
তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আশেপাশের এলাকা থেকে স্বজন ও পরিচিতজনরা বাড়িতে এসে শান্তনা দেয়ার চেষ্টা করছেন।